দিগন্তের আলো ডেস্ক :
শাহীন চাকলাদার। তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যশোর-৬ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। তাই কেশবপুর উপজেলায় অবস্থিত দলটির কার্যালয় দুধ দিয়ে ধুয়েমুছে পরিষ্কার করেছেন তার কর্মী সমর্থকরা। গতকাল সকালে পুলিশ নিয়ে ওই কার্যালয়ে যান শাহীন চাকলাদারের সমর্থকরা। এ সময় সেখানকার একটি কক্ষ থেকে কয়েকটি ধারাল অস্ত্র ও ফেনসিডিলের বোতল উদ্ধার করে পুলিশ। মাদক ও অস্ত্র উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কেশবপুর থানার ওসি মোহাম্মদ আবু সাঈদ। এরপর উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে গরুর দুধ দিয়ে দলের উপজেলা কার্যালয়টি ধুয়েমুছে পরিস্কার করেন নেতাকর্মীরা।