দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুর-রামগতি উপজেলায় শরাফ উদ্দিন আজাদ (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে ২৯ হাজার ৩৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী (আনারস) প্রতীক প্রার্থী রোকেয়া বেগম পেয়েছেন ২৩ হাজার ৭০১ ভোট।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ইসলামী আন্দোলন এর বাংলাদেশ কেন্দ্রীয় উপদেষ্টা সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ১৮ হাজার ২৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লক্ষ্মীপুর কমলনগর উপজেলা যুবলীগ এর আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী (দোয়াত কলম) পেয়েছেন ১৬ হাজার ৫২৯ ভোট।