দিগন্তের আলো ডেস্ক :
ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন লিওনেল মেসি। গতকাল প্যারিসে মেসির প্রথম সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন তারকাকে ধন্যবাদ জানিয়ে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলেন, ‘আমরা যখন ১০ বছর আগে এই প্রকল্প শুরু করেছিলাম, সবাই বোঝেনি যে আমরা কী করতে চাই। আমাদের প্রকল্পটা অনেক বড় ছিল, এবং আজকের এই অবস্থানে আসার পেছনে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। মেসিকে দলে আনার ব্যাপারটা বাস্তব করার জন্য দুই পক্ষই দুর্দান্ত একটা চুক্তি করেছে। লিও আর তার স্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই স্বপ্নকে সত্যি করার জন্য। আমার দলের বাকি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেককে ধন্যবাদ জানাচ্ছি যাদের হয়তোবা আপনারা অনেকে চেনেনও না, যারা আমাদের এই অবস্থানে আসার পেছনে ভূমিকা রেখেছেন।