দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমালয় পর্বতের কাছাকাছি এই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজ নিয়ে তিন দিন ধরে দেখা মেলেনি সূর্যের।
দিনভর হিমেল বাতাসে কনকনে শীত অনুভূত হয়েছে। কমে গেছে দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান। সারা রাত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এতে সড়ক ও মহাসড়কে চালকদের যানবাহন চালাতে হিমশিম খেতে হচ্ছে।