তিন ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ তিনটি ইটভাটা

Uncategorized অপরাদ রামগতি

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের রামগতিতে পরিবেশের সুরক্ষায় তিনটি অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জরিমানাপ্রাপ্ত ভাটাগুলো হলো- মেসার্স এস কে বি করিম, কাউসার, সাত্তার ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স আদর্শ ব্রিকসকে দুই লাখ টাকা, মেসার্স আলী ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। রামগতি উপজেলার চরআফজল গ্রামের অবৈধ এ ভাটাগুলোর ইট তৈরির কাঁচামাল ও চিমনি ভেঙে দেওয়া হয়।

লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন গাড়ি, ১১ জনকে জরিমানা
আজহারীর আগমন উপলক্ষ্যে পটুয়াখালীতে প্রস্তুত হচ্ছে ৮ মাঠ

জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, দুটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সুলতানা সালেহা সুমী ও একটি ভাটায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোজাম্মেল হক প্রসিকিউশন প্রদান করেন। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ভাটা কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ভাটার জরিমানা করা হয়। ভাটাগুলোর চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *