দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের কমলনগরে লাকড়িবাহী ট্রাক্টর ট্রলির চাপায় মো. মিরাজ (২২) নামের এক চটপটি বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নামক স্থানে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ উপজেলার চর ফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ির আজাদ উদ্দিনের ছেলে। তারা সপরিবারে চর লরেঞ্চ ইউনিয়নের চর লরেঞ্চ গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির ট্রাক্টরটি চটপটি বিক্রেতা মিরাজের ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে মিরাজ ঘটনাস্থলেই মারা যান। তার ভ্যানগাড়িটিও ভেঙে গেছে।
জানা গেছে, ট্রাক্টর ট্রলির মালিক উপজলার তোরাবগঞ্জ রলাকার শহীদ ব্যাপারী ও চালক একই এলাকার কবির হোসেন।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি রাস্তায় পাশে পড়ে আছে। চালককে আটক করা সম্ভব হয়নি।