সাহাদাত হোসেন দিপু ঃ-
আবারো জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন লক্ষীপুর সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন । বৃহস্পতিবার ১৫ জুলাই লক্ষীপুর জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশের মাসিক কল্যাণ সভায় লক্ষীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম) তার হাতে ক্রেস্ট তুলে দেন।
সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় জসিম উদ্দিনকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়। এর আগে তিনি পুরো চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম বিভাগের ডিআইজির কাছ থেকে পুলিশ বাহিনীর সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদক পেয়েছেন।
জানা যায়, লক্ষীপুর সদর মডেল থানা এলাকাটি একসময় সন্ত্রাস, কিশোরগ্যাং, ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। ঘনবসতিপূর্ণ অপরাধজুন খ্যাত এই লক্ষীপুর সদর মডেল থানায় কয়েকমাস আগে ওসি হিসেবে জসিম উদ্দিন যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং নির্মূল মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার ও করোনাকালীন সময়ে মানবিক ওসি হয়ে সাধারণ মানুষের জন্য নিজের সবটুকু উজাড় করে তাদের পাশে দাঁড়িয়েছেন।
এর আগে জসিম উদ্দিন জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় টানা চতুর্থবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন।