টানা ১৩ বার রুহুল আমিন লক্ষ্মীপুর জেলা জামায়াত আমির নির্বাচিত

লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক :

আগামী দুই বছরের জন্য পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার আমির নির্বাচিত হয়েছেন এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। এ নিয়ে টানা ১৩ বার জেলা আমির নির্বাচিত হয়েছেন তিনি। জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে রুকনদের গোপন ভোটে রুহুল আমিন ভূঁইয়াকে আমির নির্বাচিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতে ইসলামীর বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক মহসিন কবির।

রুহুল আমিন ভূঁইয়া ২০০১-২০০২ সেশন থেকে লক্ষ্মীপুর জেলা জামায়েত ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রিন্সিপাল আব্দুল জব্বারের কাছ থেকে।

খুব শিগগিরই রুহুল আমিন ভূঁইয়া নতুন আমির হিসেবে শপথ নিয়ে লক্ষ্মীপুর জেলা শাখার দায়িত্বভার গ্রহণ করবেন। পরে রুকনদের ভোটে জেলা শূরা সদস্য গঠিত হবে। এরপর শূরা সদস্যদের মাধ্যমে সেক্রেটারিসহ পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।

এর আগে, গত ৫ অক্টোবর লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *