সাহাদাত হোসেন দিপু ঃ-
নারিকেল সুপারি আর ধানের আবাসভূমি খেতো লক্ষীপুর হঠাৎ করে বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঝড়ো হাওয়াসহ অনেক জায়গায় শিলা বৃষ্টি হয়। বিকেল থেকে গভীররাত পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে জেলার সবকয়টি উপজেলায় এতে উঠতি ফসল পাকা ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
তবে উপজেলা কৃষি অফিসের দাবি, পুরো জেলায় কিছু সংখ্যক জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য এবার লক্ষীপুর জেলায় ধানের ভালো ফলন হলেও করোনার প্রভাবে লোকসংকটে সময়মতো কৃষক ধান কাটতে পারে নাই।
লক্ষীপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ জানান, বিকেলে হঠাৎ করে ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল এই শিলা বৃষ্টি। এতে সদর উপজেলার কুশাখালী, শান্তিরহাট, পুকুরদিয়া, উত্তর জয়পুর ইউনিয়নের বিভিন্ন জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
লক্ষীপুর সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর সদর উপজেলায় ১৯ হাজার ৭শ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষ হয়েছে ১৯ হাজার ২৮৬ হেক্টর জমি। এখন পর্যন্ত ২০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। এ বছর আবহাওয়া ভালো থাকায় ধানের ভাল ফলন হয়েছে।