জেলে যেভাবে দিন কাটছে রোনালদিনহোর

খেলাধুলা

 

দিগন্তের আলো ডেস্ক :

ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে প্রবেশের দায়ে জেলে যেতে হয়েছে রোনালদিনহোকে। জেলে কেমন সময় কাটছে দু’বারের বিশ্বসেরা ফুটবলারের? বার্সেলোনার সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদিনহোর ভাইও একই অপরাধে কারাদণ্ড ভোগ করছেন।

প্যারাগুয়ের বিচারক ক্লারা রুইজ দিয়াজ দুই ভাইকে জেলে পাঠানোর আদেশ দিয়ে বলেন, ‘দু’জনই গুরুতর অপরাধ করেছেন, যা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ।’

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য এবং ২০০৫ সালের ব্যালন ডি অর জয়ী রোনালদিনহোকে জেলে কম্বল দেয়া হয়। একটি ফাস্ট ফুডের দোকানের খাবারও সরবরাহ করা হয়।

এদিকে ব্রাজিলীয় মিডিয়ার খবর, ২০১৮ সালে ২৫ লাখ ডলার জরিমানা দিতে ব্যর্থ হলে রোনালদিনহোর পাসপোর্ট জব্দ করা হয়।

রোনালদিনহোর দাবি, প্যারাগুয়ে সফরের জন্য যারা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের সরবরাহ করা পাসপোর্টে তিনি ওই দেশে আসেন। পাসপোর্ট যে ভুয়া, তা জানা ছিল না তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *