দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রদল নেতার মামলায় শফিক রাঢ়ী নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার রাতে উপজেলার উত্তর চরবংশী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। মামলার বাদী মো. শান্ত উপজেলার বামনী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক।
বিএনপির একাধিক সূত্র জানায়, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশে অংশ নেন শফিক। ১১ ডিসেম্বর আদালতে তার মামলার হাজিরা ছিল। ওই দিন উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ২১ ফেব্রুয়ারি মিছিল শেষে রায়পুর উপজেলা পরিষদ সড়কে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়। এরমধ্যে ১ মার্চ ছাত্রদল নেতা মো. শান্ত বাদী হয়ে মামলা করেন। এতে আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় উদ্দেশ্যমূলক ভাবে বিএনপি নেতা সফিককেও আসামি করা হয়।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, শফিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।