চুরি করতে ঢুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

অপরাদ সদর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরে চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি আবদুল মুন্নাফ বলেন, ধর্ষণের ঘটনা ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় চারজনের নামে গণধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। এতে বৃহস্পতিবার সকালেই অভিযান চালিয়ে এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী নারীকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার সময় চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢোকেন চারজন ব্যক্তি। তারা সবাই মুখোশ পরিহিত ছিলেন। একপর্যায়ে ওই নারীকে জিম্মি করে তারা পালাক্রমে ধর্ষণ করেন। পরে ওই নারী চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন আসতে শুরু করেন।এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। তাদের মধ্যে দুইজনকে চিনতে পারেন ওই নারী। পরে তাদের নাম উল্লেখ করেই থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. লিটন হোসেন বলেন, ভুক্তভোগী নারীর বাড়ি ভবানীগঞ্জ ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়। অভিযুক্ত দুইজনের বাড়িও একই এলাকায়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন বলেন, চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকেন অভিযুক্তরা। পরে ওই নারীকে ধর্ষণ করেন তারা। প্রাথমিকভাবে তারা পুলিশের কাছে ঘটনাটি স্বীকার করেছেন। অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *