চন্দ্রগঞ্জ বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

চন্দ্রগঞ্জ

সাহাদাত হোসেন ( দিপু) ঃ-

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় পায়রা উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
”মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সবত্র” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং-ডে ২০২১ পালিত হয়েছে।
”মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সবত্র” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় লক্ষীপুর চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিং-ডে ২০২১ উদযাপিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর জেলা, সদর উপজেলার সার্কেল মিমতানুর রহমান পিপিএম। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হোক । চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক ও চৌকস অফিসার এসআই শফিক উল্যাহ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি একে ফজলুল হোক, এই ছাড়াও আরও বক্তব্য রাখেন লক্ষীপুর জেলা পরিষদের সদস্য মোঃ বেলায়েত হোসেন, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক বদরুল আলম শ্যামল, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল, চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি আলি হোসেন, ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহ প্রমুখ।

আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বেলায়েত হোসেন, এসআই মোঃ ওমর ফারুক, এসআই মোঃ গোলাম মোস্তফা, এসআই মোঃ আব্দুল হান্নানসহ থানার সকল সদস্য। লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মনছুর আহম্মদ, চন্দগঞ্জ থানা ১৪দলীয় ঐক্য জোটের আহ্বায়ক এম. ছাবির আহম্মদ, যুগ্ম আহবায়ক মোশাররফ পাটোয়ারী, গৌতম চন্দ্র মজুমদার, সমীর চন্দ্র দেবনাথ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, সাবেক যুগ্ন আহ্বায়ক আবু তালেবসহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের সভাপতি ও চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হোক বলেন মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সামপ্রীতি” এই হোক আমাদের অঙ্গীকার।

এসময় এলাকার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর পূর্বে থানা প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে চন্দ্রগঞ্জ থানা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *