দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হওয়ার দুদিন পার হয়ে গেলেও সাফায়েত হোসেন সৈকত (১৫) নামের স্কুলছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে চন্দ্রগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরিও করেছে পরিবার।
এদিকে সৈকতকে ফিরে পেতে লক্ষ্মীপুরসহ আশপাশের জেলা উপজেলায় মাইকিংও করা হয়েছে। দুদিন ধরে তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
সৈকত সদর উপজেলার চন্দ্রগঞ্জ চরশাহী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ব্যবসায়ী হোসেন আহম্মদের ছেলে। সে একই এলাকার রূপাচরা সফিউল্যা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিখোঁজ ডায়েরি সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর সকাল ৭টার দিকে সৈকত বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। শনিবার তার সন্ধান চেয়ে চন্দ্রগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
সৈকতের বাবা হোসেন আহম্মদ বলেন, সৈকত প্রায়ই সকালে বাড়ি থেকে বের হতো। পরে আবার সময় মতো ঘরে ফিরে আসতো। কিন্তু দুদিন পার হয়ে গেলেও সে ঘরে ফেরেনি। কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে? সেই চিন্তায় তার মা খাওয়া ধাওয়া বন্ধ করে দিয়েছে। আত্মীয়-স্বজন সবাই বিভিন্নভাবে তার খোঁজ করছে। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিখোঁজ ডায়েরি পেয়েছি। তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ পাঠানো হয়েছে।