দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশ হাজীরপাড়া ইউনিয়ন ও চন্দ্রগঞ্জ ইউনিয়নে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ও হাজিরপাড়া এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে জাকির হোসেন(২১) ও কালা রাসেল(২০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাঁরা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। এছাড়াও গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন থেকে অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিল। রাসেলের বিরুদ্ধে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন আছে।