চন্দ্রগঞ্জ কুশাখালী গরু চোরের আতঙ্কে জনসাধারণ প্রতিকার চায় এলাকাবাসী

অপরাদ

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষীপুর চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে জহির উদ্দীন সহ কয়েকজন চোরের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী ।
লক্ষীপুর চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে জহির উদ্দীন নামের একজন গরু চোরকে ধরেও চেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী লোকের বিরুদ্ধে।

কুশাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বাবুল মেম্বার জানান ঈদের আগের দিন রবিবার গভীরাতে এলাকার মানুষের চিৎকার শুনে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। এবং পরে জানতে পারি জহির উদ্দিন নামের একজন গরু চোরকে কে বা কাহারা হাতে নাতে ধরার পরে-ও ছেড়ে দিয়েছে, জহির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন জহির দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন রকমের অপরাধ করে আসছে, তার বিরুদ্ধে অনেক চুরির অভিয়োগ ও মামলা রয়েছে বলে তিনি জানান।

গরুর মালিক একই ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের চাঁদমিয়া বলেন জহির উদ্দিন আমাদের গরু চুরি করতে এলে আমরা তাকে আটক করেছি কিন্তু কিছু লোকজন আমাদেরকে ভয় দেখানোর কারণে তাকে আমরা ছেড়ে দিই।

কুশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিগন্তের আলোকে বলেন জহির একজন পেশাদার চোর তার বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ রয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।

কুশাখালী ইউনিয়নের বাসিন্দা মফিজ উলল্যাহ বলেন বিগত দুই মাস আগে আমার দুইটা গরু নগদ টাকা স্বর্ণঅলংকার চুরি করে নিয়ে যায় জহির সহ আর চার পাঁচ জন, পরে আমি এদের বিরুদ্ধে কোর্টে মামলা করি মামলা এখন চলমান রয়েছে এবং এদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

অভিযুক্ত জহির উদ্দিনের কাছে চুরির বিষয় জানতে চাইলে অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

দাসের হাট পুলিশ পাড়ির ইনসার্জ মফিজ উদ্দিন বলেন এখনও পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *