চন্দ্রগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে রিয়াজ বাহিনীর হামলা, আহত ছাত্রলীগের ৫ নেতাকর্মী

চন্দ্রগঞ্জ

দিগন্ত ডেস্ক :-
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তার এবং ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের রিয়াজ বাহিনীর হামলা ও সংঘর্ষে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত হয়েছে।

রিয়াজ স্থানীয় আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিনের শেল্টারে থাকায় বেপরোয়া হয়ে উঠেছে বলে জানায় স্থানীয়রা। ঘটনার পর আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচপাড়া গ্রামের তুলাতলা নামক স্থানে ক্রিকেট খেলা দেখতে যাওয়ার পথে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্নআহ্বায়ক ও পাঁচপাড়া গ্রামের শাহাবউদ্দিনের পুত্র রিয়াজের নেতৃত্বে তার বাহিনীর সদস্য কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ হোসেন, ছাত্রলীগ নেতা আজীম, নোমান, নিরব সহ কয়েকজন ছুত অজুহাত তুলে খেলার দর্শকদের উপর অতর্কিত হামলা করে।

এতে প্রতিবাদ করায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে থানা ছাত্রলীগের নেতা কাজী বাবলুর অনুসারী স্থানীয় কয়েকজনের উপর রিয়াজ বাহিনীর ক্যাডাররা অতির্কত হামলা চালায়। এক পর্যায়ে এ নিয়ে সংঘর্ষ শুরু হলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী কাজী আল আমিন, ছাত্রলীগ নেতা তারেক, ফরিদ, ফয়সাল সহ ৫ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিয়াজ গ্রুপের হামলায় গত এক বছরে ছাত্রলীগের প্রতিপক্ষ প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে।

হামলায় আহতদেরকে লক্ষ্মীপুর হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা অন্তরের পিতা মাতা, শিশু ভাই, খালাসহ ৭জন নিহত হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *