দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) লক্ষ্মীপুর ও জেলার বাইরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়।
গ্রেফতাররা হলেন- মামলার ১২ নম্বর আসামি সুমন ও ১৪ নম্বর আসামি সাইফুল। সুমন বশিকপুরের নন্দীগ্রামের দুলালের ছেলে ও সাইফুল রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
রাতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলাউদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর রাতে বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ছেলে মেহেদি হাসান আকাশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।