গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও

অপরাদ লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুরে ‘সাউথ প্যাসিফিক বিজনেস ডেভেলপমেন্ট’ নামে একটি কথিত এনজিও তিন শতাধিক গ্রাহকের সঞ্চয়ের অর্ধকোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর পৌর শহরের লামচরী এলাকায় সেই এনজিওর কার্যালয় কাউকে না পেয়ে ভিড় জমান ঋণ নিতে আসা গ্রাহকরা।

ভবন মালিক শাহজাহান ওই এনজিওর কর্মকর্তাদের বিরুদ্ধে শনিবার (১৭ ফেব্রুয়ারি) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, শাখা ব্যবস্থাপক পরিচয়ে আবদুল আসাদ রাসেল নামে এক ব্যক্তি তার ভবনে একটি কক্ষ ভাড়া নেন। রোববার তাকে ভাড়া বাবদ অগ্রিম টাকা দেওয়ার কথা ছিল। এর আগেই তারা পালিয়ে গেছে।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনজিওটি লক্ষ্মীপুর পৌরশহরের লামচরী এলাকার মুন্সিবাড়ির ২০ জনের ২ লাখ টাকা, শহরের বাঞ্চানগর এলাকার জেবি সড়কের ১২ জনের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা, লাহারকান্দি এলাকার ১২ জন গ্রাহকের কাছ থেকে ৮০ হাজার, সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার ১৫ জনের কাছ থেকে ১ লাখ ৯৫ হাজার, লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের ৪০ জনের কাছ থেকে প্রায় ৫ লাখ, ভবানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক গ্রাহকের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। একইভাবে শাকচর ইউনিয়ন ও চররুহিতা ইউনিয়নসহ বিভিন্ন স্থানের ৩ শতাধিক গ্রাহকের কাছ থেকে মোট অর্ধকোটি টাকা নিয়ে পালিয়েছে ওই এনজিওর লোকজন।

রোববার এনজিও কার্যালয়ের সামনে শাকচরের মো. নিজাম, মধ্য আবির নগরের জহির হোসেন, সবুজ হোসেন, ভবানীগঞ্জের শাহিনুর বেগম, মুন্নি আক্তার, মোবাশ্বেরা বেগম, ফাতেমা বেগম, মান্দারীর মোহাম্মদ নগর গ্রামের আবদুল্লাহ, পৌর লাহারকান্দি এলাকার ফারুক হোসেন ও নিজাম উদ্দিনসহ অনেকেই জড়ো হয়। এ সময় অনেকেই প্রতারণার শিকার হয়েছেন জেনে কান্নায় ভেঙ্গে পড়েন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কার্যালয়ের ভবনটি নতুন। গত ৪ ফেব্রুয়ারি এনজিওটি এখানে আসে। স্থানীয় চায়ের দোকানে বসে শাখা ব্যবস্থাপক পরিচয়ে আবদুল আসাদ রাসেল কয়েক কোটি টাকা ঋণ দেওয়া কথা লোকদের বলেন। এর মধ্যে এখানে আসার ১৩ দিনের মাথায় শনিবার শতাধিক গ্রাহক এসে কার্যালয়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *