দিগন্তের আলো ডেস্ক
পরিবারের সাথে অভিমান করে ঘর থেকে বের হওয়াই যেন কাল হলো এক কিশোরীর। একদল লম্পটের হাতে ধর্ষণের শিকার হলো। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ওই কিশোরীর বাবা তিনজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম মজুমদার এ ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গন্ডামারা ইউনিয়নের ওই কিশোরি গত সোমবার পরিবারের সাথে অভিমান করে ঘর থেকে বেড়িয়ে পড়ে এবং পাশের বৈলছড়ি ইউনিয়নের এক নারীর বাড়িতে আশ্রয় নেয়। পরে রাতে তাকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে একটি পুকুর পারে নিয়ে ওই তিন লম্পট পালাক্রমে ধর্ষণ করে। এসময় ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ পরিদর্শক রেজাউল করিম মজুমদার জানান, মামলা দায়ের করার পরেই পুলিশ আসামিদের গ্রেফতারের অভিযান শুরু করেছেন। বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও তিনি নিশ্চিত করেন।