কয়েকটি শ্রেণির পরীক্ষার উত্তরপত্র নিয়ে পালিয়েছেন যুবক।

রায়পুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকের কাছ থেকে স্কুল শাখার কয়েকটি শ্রেণির পরীক্ষার উত্তরপত্র নিয়ে পালিয়েছেন এক যুবক।

বুধবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রায়পুর উপজেলার উত্তর রায়পুর মানিক আমিনের ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। কিছুক্ষণ পর ঘটনাস্থলের অদূরে রাস্তা থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করেন শিক্ষক।

সন্ধ্যা ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক ইমাম হোসেন। সেখানে বিভিন্ন শ্রেণির ৬৩টি উত্তরপত্র ছিল বলে জানিয়েছেন তিনি।

ইমাম হোসেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ইংরেজি শিক্ষক।

স্কুল সূত্র জানায়, পরীক্ষা শেষে উত্তরপত্রগুলো নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় যাচ্ছিলেন শিক্ষক ইমাম হোসেন। এসময় একটি ছেলে তার কাছে সামনে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে ওঠেন। ঘটনাস্থল পৌঁছালে ওই যুবক তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া করেন। একপর্যায়ে টাকা-পয়সাও দাবি করেন। পরে স্থানীয় লোকজনকে আসতে দেখে ওই শিক্ষকের সঙ্গে থাকা উত্তরপত্রগুলো নিয়ে পালিয়ে যান ওই যুবক। পরে উত্তরপত্রগুলো ঘটনাস্থল থেকে একটু দূরে রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়।

শিক্ষক ইমাম হোসেন গাজী বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ছেলেটির বাবার নাম মান্নান খা। তবে ছেলেটির নাম জানা যায়নি। তার মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে।’

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ঘটনাটি শিক্ষক ইমাম আমাকে জানিয়েছেন। আমি তাকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেছি। তবে তিনি জিডি করেছেন কি না তা জানা নেই।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমি নোয়াখালী আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *