দিগন্তের আলো ডেস্ক :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
গতকাল ভোর ৬টায় জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এর আগে লাশটি একটি কুকুর অজ্ঞাত স্থান থেকে মুখে করে এনে সেখানে ফেলে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার এসআই মো. জাফর জানান, উদ্ধার করতে যাওয়ার সময় কুকুরটি পুলিশকে নবজাতকের কাছে যেতে দিচ্ছিল না। ধারণা করা হচ্ছে, গত রাতেই শিশুটি জন্ম নিয়েছিল।
উদ্ধারের পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, শিশুটি মারা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।