দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে আজ ২৪ জনেরই করোনাভাইরাস পজেটিভ এসেছে। লক্ষ্মীপুরে ১শ’ ব্যক্তির টেষ্টে ২৪ জনেরই করোনাভাইরাস পজেটিভ এসেছে আজ (৩১ মে) রবিবার দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করে। নতুন ২৪ জনের মধ্যে সদর উপজেলার ২২ ও রামগতি উপজেলার ২ জন রয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুরে ২শ’২০জন করোনা রোগী শনাক্ত হল।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন আব্দুল গাফফার জানান, আজ রবিবার ঘঝঞট হতে প্রাপ্ত টেষ্টে ১০০’ ব্যক্তির মধ্যে ২৪ জনের রেজাল্ট করোনা পজেটিভ আসে। বাকী ৭৬ জনের রেজাল্ট নেগেটিভ। জেলায় সর্বমোট সনাক্তকৃত রোগীর সংখ্যা ২শ’২০। সুস্থ্য হয়েছেন ৭১ জন।
সদর উপজেলার সনাক্ত ২২ জন করোনারোগী বিভাজন
১। ০৫নং পার্বতীনগর ইউনিয়ন- ০১ জন
২। ১৪নং মান্দারী ইউনিয়ন- ১০ জন
৩। ১৫নং লাহারকান্দি ইউনিয়ন- ০১ জন
৪। ১১নং হাজিরপাড়া ইউনিয়ন- ০১ জন
৫। লক্ষ্মীপুর পৌরসভা- ০৯ জন
সনাক্ত হওয়া ২২জনসহ সর্বমোট করোনারোগী সনাক্ত ৯২জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৯ জন। মৃত্যুর পর সনাক্ত ০১জন।