সাহাদাত হোসেন দিপু ঃ-
বৈশ্বিক মহামারিতে রুপ নেয়া মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে জীবনের ঝুঁকি নিয়ে লক্ষীপুর জেলার উপজেলা এবংকি প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা পর্যন্ত চষে বেড়াচ্ছেন করোনাযুদ্ধের এক অদম্য যোদ্ধা লক্ষীপুর জেলার পুলিশ সুপার ডা. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম।
কাজের ধারাবাহিকতায় তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলার প্রতিটি উপজেলার প্রধান প্রধান হাটবাজার ও বিভিন্ন দোকানপাট, বিপণী বিতানগুলোতে নিজ হাতে লিফলেট বিতরণ ও মাইকিং করে করোনা সংক্রমণের বিষয়ে মানুষকে সচেতনতা করে চলছেন।
গত ৮ মার্চ থেকে বাংলাদেশে শুরু হওয়া করোনাভাইরাসে লক্ষীপুর বিভিন্ন স্থানে অবিরাম ছুটে চলেছেন লক্ষীপুর জেলার (এসপি) পুলিশ সুপার।
করোনার শুরুতেই লকডাউনে প্রবাসীসহ সাধারণ জনগণকে ঘরে রাখা, ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, কোয়ারেন্টিন ও লকডাউন অমান্যকারীদের ঘরে ফেরানোর কাজসহ জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছেন।
দেশের এমন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি হতদরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কিংবা অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য দিনে রাতে উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ নিয়ে ছুটে চলেছেন।
লক্ষীপুর জেলার পুলিশ সুপার ডা. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম দিগন্তের আলোকে বলেন , করোনা একটি যুদ্ধ। চ্যালেঞ্জ নিয়ে সকলে মিলে এ যুদ্ধের মোকাবিলা করতে হবে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নিজে সচেতন থেকে পরিবার পরিজনকে করোনা থেকে বাঁচাতে হবে।