দিগন্তের আলো ডেস্ক ঃ-
করোনাভাইরাসে সৌদি আরবে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের নিয়ে সৌদিতে করোনায় সাত বাংলাদেশি মারা গেলেন।
গত ৭ এপ্রিল মদিনায় মারা যান তারা।
তাঁদের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম।
মৃতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার বোরোগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে খোকা মিয়া ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পলিগ্রামের ফয়েজ উল্লাহর ছেলে মোহাম্মদ রহিম উল্লাহ।