দিগন্তের আলো ডেস্ক ঃ-
করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মারা গেছেন।
১৬ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে তিনজন ইউপি চেয়ারম্যানের মৃত্যু হলো।
এর আগে ১৪ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান কামাল ও ২১ জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা করোনায় মারা যান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের মতবিনিময় সভায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৪ আগস্ট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল এর করোনা রিপোর্ট পজেটিভ আসে। আজ অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।