দিগন্ত ডেস্ক -:
লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় ফাহিমা বেগম (৪৫) নামে এক নারীর নিহত হয়েছেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা হাজিরহাট বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বয়াতি বাড়ির বাসিন্দা আবু তাহেরের স্ত্রী।
জানা গেছে, সকালে উপজেলার মাতাব্বরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে ফাহিমা বেগম পাটারিরহাট এলাকায় যাচ্ছিলেন। পথে হাজিরহাট বাজারের দক্ষিণ পাশে মেঘনা সিনেমা হল এলাকায় পৌঁছলে অটোরিকশা থেকে পড়ে যায় তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।