কনস্টেবলকে চড় দিলেন যুব মহিলা লীগ নেত্রী

আইন আদালত

দিগন্তের আলো ডেস্ক :

গাজীপুরে দুই ট্রাফিক কনস্টেবলকে তুচ্ছ ঘটনায় চড় মেরেছেন মহানগর আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনা।

শনিবার মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় অবৈধভাবে ইউটার্নকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রুহুন নেছা গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৩১, ৩২ ও ৩৩নং ওয়ার্ডের নারী কাউন্সিলর। এ ঘটনায় বাসন থানা পুলিশ তাকে আটক করেছে।

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহাদৎ আলী জানান, রুহুন নেছা দুপুরে গাড়ি নিয়ে চান্দনা চৌরাস্তায় উত্তর পাশ অতিক্রম করে দক্ষিণে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন ওই রাস্তাটি রশি দিয়ে বন্ধ করা। তিনি রশি ঠেলে ইউটার্ন নেয়ার চেষ্টা করেন। সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবল আশিক তাকে পরে যেতে বলেন এবং বাধা দেন।

এ সময় ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে ওই নারী নিজেকে কাউন্সিলর পরিচয় দিয়ে কনস্টেবল আশিকের গালে চড় মারেন। ঘটনটি দেখে অপর কনস্টেবল মো. হাসানুর সেখানে এগিয়ে গেলে তাকেও চড় মারেন। এ সময় পাশের পুলিশ বক্সের আরও পুলিশ সদস্য এসে রুহুন নেছাকে আটক করে থানায় সোর্পদ করেন।

রুহুন নেছা বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় অনেকেই উল্টোপথে যাতায়াত করে থাকেন। একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য পুলিশকে নিজের পরিচয় দিয়ে অনুরোধ করলেও তারা কথা শুনেননি।

কনস্টেবল মো. হাসানুর বলেন, কাউন্সিলর রুহুন নেছার সঙ্গে আশিক কোনো খারাপ ব্যবহার করেননি। উল্টো পথে যেতে বাধা দেয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে আশিক ও আমাকে চড় মেরেছেন।

বাসন থানার ওসি একেএম কাউছার চৌধুরী জানান, রুহুন নেছাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সুত্র যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *