ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে লক্ষ্মীপুরে প্রবাসীর বাসায় লুট

অপরাদ লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুর পৌরসভার মদিন উল্যাহ হাউজিং এ প্রবাসী আবদুর রশিদের বাসা থেকে স্বর্ণ অলংকার লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল দশটার দিকে প্রবাসীর স্ত্রী আকলিমা আক্তারের হাত পা বেধেঁ ও মারধর করে চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার লুট করেছে চোরেরা।

এ ঘটনায় ঐ দিন সন্ধায় প্রবাসীর স্ত্রী আকলিমা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধায় লক্ষ্মীপুর শহরের বনিক পাড়ার স্বপন, হামছাদীর হোসেন ও লামছরির আব্দুর রহমানকে ওয়াইফাই সংযোগ দিতে পাঠায় প্রবাসীর বাসায়। ফের মঙ্গলবার তারা প্রবাসী আব্দুর রহমানের বাসায় গিয়ে ওয়াইফাই সমস্যার কথা বলে বাসায় প্রবেশ করে। এ সময় তারা প্রবাসী স্ত্রী আকলিমার মারধর করে।এক পর্যায় তার হাত-পা ও মুখ বেধেঁ চেইন, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যায় চোরেরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন জানান, এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেছেন।খবর পেয়ে দিরাই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *