এ্যানিকে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ¥ীপুরে বিক্ষোভ

বাংলাদেশ লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ¥ীপুরে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের চকবাজার এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, বর্তমান কমিটির সদস্য সচিব আবদুল আলীক হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, লক্ষ¥ীপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন শিমুল ও লক্ষ¥ীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল খালেদসহ অনেকে। মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছে।
বক্তারা বলেন, সাবেক এমপি ও লক্ষ¥ীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ধানমন্ডির বাসা রাত ১০টার পর থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। পরে দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। নির্বাচনী এলাকা লক্ষ¥ীপুর ও ঢাকায় নাশকতার কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *