এলাকার উন্নয়নে প্রত্যেক এমপি পাচ্ছেন ২০ কোটি টাকা

বাংলাদেশ

 

দিগন্ত ডেস্ক ঃ
প্রত্যেক এমপিকে তার এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। এ সংক্রান্ত চলমান একটি প্রকল্প জুনে শেষ হবে বলে জানিয়েছন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত আসনের এমপি নাজমা আকতারের প্রশ্নে এ তথ্য দেন মন্ত্রী। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

তাজুল ইসলাম বলেন, এলজিইডির আওতায় এমপিদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষে প্রতিটি নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ চলমান। এটি জুনে শেষ হবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ নামে নতুন একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *