এবার গ্রামকে শহরে রূপ দেওয়া আমার লক্ষ্য “

চন্দ্রগঞ্জ

সাহাদাত হোসেন (দিপু) ঃ-
লক্ষীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের অভিষেক অনুষ্ঠান সোমবার দুপুর ১২টায় পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। মান্দারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপু ।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি শুরুতে মান্দারী ইউনিয়ন বাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি জেলার কমবেশি প্রায় সকল ইউনিয়নে বিভিন্ন প্রগ্রাম করেছি, কিন্তু মান্দারী ইউনিয়নবাসীর মতো একতাবদ্ধ অন্য কোন ইউনিয়নবাসীকে দেখি নাই, তিনি উদাহরণ দিয়ে বলেন যেমন এবার ইউপি নির্বাচনে মান্দারীবাসী একতাবদ্ধ হয়ে রুবেল পাটোয়ারীকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান বানিয়েছেন, এটি একটি চমৎকার উদাহরণ। তিনি আরও বলেন, আমরা প্রতিটি ইউনিয়ন পরিষদে সুশাসন কায়েম করতে চাই, সুশাসন কায়েম করতে না পারলে ইউনিয়ন পরিষদ কখনো শক্তিশালী হতে পারেনা। আর এই সুশাসন বাস্তব রুপ দিতে গেলে সকল জনগণের অংশ গ্রহনে প্রতিটি ওয়ার্ডে কার্যকর উন্মুক্ত ওয়ার্ড সভা করতে হবে। উন্মুক্ত ওয়ার্ড সভায় জনগণ তাদের সকল অধিকার ও মতামত ব্যাক্ত করবেন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনসার্জ একে ফজলুল হোক তিনি তাঁর বক্তৃতায় বলেন বাল্য বিবাহ প্রতিরোধ ও সন্ত্রাস এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে না পারলে সমাজের উন্নয়ন করা কখনো সম্বব হয়ে উঠবে না। তাই সমাজ হতে ব্যাল্য বিবাহ ও সন্ত্রাস এবং মাদক মুক্ত সমাজ গঠনের জন্য সমাজের প্রতিটি স্তরে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের সহযোগীতা কামনাও করেন তিনি।

সভাপতির বক্তব্যে মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী শুরুতে মান্দারী ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো, বিপদে আপদে সবসময় আপনাদের পাশে থাকতে, তিনি আরও বলেন নেতারা জন্মায় না;কঠোর চেষ্টা ও ত্যাগের মাধ্যমে একজন মানুষ নেতায় পরিনত হয়,
জীবনে যে কোনও বড় অর্জনের জন্যই এগুলো প্রয়োজন।
মানুষ সাহসীদের নেতা বানায়
তুমি যদি সাহস করে মানুষের অধিকারের কথা বল,
তাদের জন্য ত্যাগ স্বীকার করো
তারা নিজেরাই তোমাকে তাদের নেতা বানাবে। তিনি আরও বলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করবেন। তাঁর চিন্তাভাবনা ও অঙ্গীকার বাস্তবায়ন করাই আমার লক্ষ্য। তাই গ্রামকে শহরে রূপ দেওয়া আমার লক্ষ্য। জনগণ তাঁদের প্রত্যাশা আমাকে জানিয়েছেন। আমি ইউনিয়নের প্রতিটি হাট-বাজার, স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসাব। ইতিমধ্যে সে কাজও শুরু হয়েছে। শিক্ষা খাত আধুনিকায়নসহ পুরো ইউনিয়ন ডিজিটাল ইউনিয়নে পরিণত করা হবে।ব্যাল্য বিবাহ ও সন্ত্রাস এবং মাদক মুক্ত সমাজ গঠন করবো। কৃষকেরা যেন সহজ শর্তে ঋণ পান এবং তাঁদের কৃষি উপকরণ পান, সেই বিষয়ে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

মান্দারী ইউনিয়নের পরিচিত মুখ তুখোড় বক্তা রাজনীতিবিদ মোঃ আব্বাস হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ইসমাইল খাঁন, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সুনীল কুমার ব্যানার্জী।মাসুদ আলম, মাহবুবর রহমান রাজু, হোসেন, মমিন উল্ল্যাহ, কাওসার হামিদ, সুমন, ফারুক, কামাল হোসেন মাহবুব, ও ফারুক হোসেনসহ নবনির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় অতিথি ও নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ডাক্তার ব্যাবসায়ী ইমাম ও মোয়াজ্জেমসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *