সাহাদাত হোসেন (দিপু) ঃ-
পুলিশ জনতা, জনতাই পুলিশ।এই শ্লোগানকে সামনে রেখে বর্তমান বাংলাদেশ পুুলিশ বাহিনীর অর্জনের পাল্লা এখন সুনামের খাতায়, প্রতিনিয়ত বেড়েই চলছে। একজন নেতা যেমন কর্মীদের অনুপ্রেরণা দিয়ে নেতৃৃত্ব প্রদান করে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, একজন কোচ যেভাবে কনফিডেন্স লেভেল তৈরি করে শিষ্যের কাছ থেকে সেরাটুকু বের করে নিয়ে আসেন। ঠিক একই ভাবে পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ অফিসারদেরকে দিয়ে কনফিডেন্স লেভেল তৈরি করে কাজ করিয়ে নেন। শত বিপদে, প্রতিকূলতার মধ্যে যিনি বট গাছের ন্যায় আগলে রাখেন অধীনস্থ পুলিশ কর্মকর্তা সদস্যদের। তিনি হচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব লক্ষীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ ।
হাতেঘোনা মাত্র কয়েকদিন হলো তিনি লক্ষীপুর জেলায় পুলিশ সুপার পদে যোগদান করেন । ইতিমধ্যে তার কৌশল মেধা ও বিচক্ষণতায় জেলায় অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। কর্মক্ষেত্রে কাজের গতিশীলতা, সফলতা সবকিছুর পেছনে এই মানুষটার অংশগ্রহণ। নাগরিক সেবা ও জন-নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত তার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে অধিননস্থ পুলিশ কর্মকর্তারা । কিছুদিন আগে লক্ষীপুরে একটি বাচ্চা অপহরণ হওয়ার কয়েকঘন্টার মধ্যে উদ্ধার করে তাকে হাসপাতালে নিজ হাতে নিয়ে গিয়ে বাচ্চাটা সুস্থ হওয়া পর্যন্ত তার পাশে থেকে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন ও লক্ষীপুর বাসীর মনে একজন মানবিক পুলিশ হিসেবে জায়গা করে নেন।
একজন মানবিক এসপি , নিষ্ঠাবান অফিসার ও অসাধারণ ভালো মানুষ এই পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ । তিনি লক্ষীপুর জেলাবাসী তথা পুরো বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট-এর কাছে একজন মানবিক এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।
তিনি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব কর্মদক্ষতা, বিচক্ষণতা চৌকস পুলিশ কর্মকর্তা। এছাড়াও তিনি দিন-রাত পরিশ্রম করে বিপদগ্রস্থ মানুষকে সেবা প্রদান করা সহ অপরাধ দমনে অসীম সাহসী ভূমিকা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে উনার কর্মে অর্জন করেছেন লক্ষীপুর জেলার মানুষের আস্থা ও ভালোবাসা। উন্নতশীল ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবার আগে দরকার অপরাধ প্রবণতামুক্ত একটি সুন্দর সমাজ।
মোঃ মাহফুজ্জামান আশরাফ পুলিশ সুপার (এসপি) হিসাবে যোগদানের পর থেকে, লক্ষীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশা-পাশি বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। কি ভাবেই অপরাধীকে কৌশলে অন্ধকার জগত থেকে ফিরিয়ে আনতে হবে, বেশ ভালোই জানেন সাহসী চৌকশ পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। তিনি লক্ষীপুর জেলা পুলিশ সুপার পদে যোগদানের পর থেকে আজ পর্যন্ত একটা লোকও বিনাদোষে গ্রেপ্তার হয়নি। নির্দোষ কাউকে ফাঁসাতে পারেনি কোন প্রভাবশালী ব্যক্তিরা। দোষী ব্যক্তি ক্ষমতার প্রভাব দেখিয়ে পার পায়নি। কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীর কাছ থেকে মাশোয়ারা নেননি। কোন প্রভাবশালী ব্যক্তি পুুলিশকে ব্যবহার করতে পারেনি।
মোঃ মাহফুজ্জামান আশরাফ । পুলিশের রুটিন ওয়ার্কের বাইরেও দিন-রাত কাজ করে যাচ্ছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য। তিনি একজন সৎ, নিঃস্বার্থ, নির্লোভ, সহজ-সরল, মানবিক পরিচ্ছন্ন ও রুচিশীল ডায়ানামিক অফিসার হিসেবে লক্ষীপুর জেলাবাসীর সত্যিই নজর কেড়েছেন, স্থাপন করেছেন অনন্য উদাহরণ।