দিগন্তের আলো ডেস্ক ঃ-
উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। সীমানা জটিলতা থাকায় ১৩ বছরেরও অধিক সময় এ ইউনিয়নগুলোতে নির্বাচন স্থগিত ছিল। অবশেষে ১৩ বছর পর রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টায় ৫ ইউনিয়নের ৪৬ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
১৩ বছর পর নির্বাচন হওয়ায় লাহারকান্দির আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
১৩ বছর পর ভোট পেয়ে উৎসব আমেজে কেন্দ্রে ভোটাররা
নির্বাচনী ইউনিয়নগুলো হলো- দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। ৫টি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান, ২২৫ জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নগুলোতে ভোটার রয়েছে ১ লাখ ২২ হাজার ৯২৮ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নেওয়ার সুযোগ নেই। স্থানীয় মানুষজন অবশ্যই কারা বহিরাগত তা শনাক্ত করতে পারবেন। আমাদের জানালে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেবো। বহিরাগত দেখলেই তাদের আইনের আওতায় আনা হবে। সুষ্ঠু ভোটগ্রহণের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। সুতরাং কোনো সমস্যা নেই। ভোট হবে সুষ্ঠু।