সাহাদাত হোসেন (দিপু) ঃ-
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষীপুর সদর উপজেলা বাসীকে লক্ষীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লক্ষীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন । সেইসাথে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় ও আনন্দ উল্লাস করার জন্য অনুরোধ জানান তিনি।
এক শুভেচ্ছা বার্তায় ওসি জসিম উদ্দিন দিগন্তের আলোকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক ভিন্ন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করছি। দীর্ঘ সময় শেষে আসে এই খুশীর ঈদ। পবিত্র ঈদুল আজহা সকলের জীবনে নিয়ে আশুক খুশীর বার্তা। ঈদের খুশী ধনী গরীব সকলে মিলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। তবে করোনাভাইরাসের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছরের ঈদ হবে ভিন্নভাবে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নিজ অবস্থান থেকে পবিত্র ঈদুল আজহা উদযাপন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে ওসি বলেন, দীর্ঘতম রজনী শেষেও একসময় ভোরের আলো আসে। তেমনি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে। আমরা ফিরে যাবো স্বাভাবিক জীবনে। সেই দিনের জন্য তোলা থাক এবারের ঈদ। ঈদের আনন্দ যেটুকু সম্ভব এবার ঘরে বসেই উপভোগ করুন। সুস্থ থাকুন, ভাল থাকুন। নামাজ শেষে সামাজিক দুরত্ব বজায় রেখে কোলাকুলি, করমর্দন থেকে বিরত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি লক্ষীপুর সদর মডেল থানার কয়েক জন পুলিশ সদস্যসহ দেশে করোনায় আক্রান্ত সকল পুলিশ সদস্যদের জন্য দোয়া চেয়েছেন লক্ষীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ।