দিগন্তের আলো ডেস্ক ঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর ৯ এপ্রিল। আসন্ন চতুর্দশ আসরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলবেন ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার একজন ইসলাম ধর্মাবলম্বী। ধর্মবিশ্বাসের কারণেই মদ্যপান করেন না।
তাই মঈন আলী জার্সি থেকে মদ প্রস্তুতকারক সংস্থার লোগো সরিয়ে নিতে বলেছিলেন। তার অনুরোধ রেখেছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। এখন মদের লোগো ছাড়া জার্সি পরতে পারবেন মঈন আলী।
নিজের ধর্মের প্রতি বিশ্বস্ত থাকতে মঈন আলী কোনো মদ্য প্রস্তুতকারক সংস্থাকে প্রমোটও করেন না। এর আগে কোহলির দল ব্যাঙ্গালুরুর জার্সি হোক, বা ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি- সব ক্ষেত্রেই মঈন এই রীতি মেনে চলেছেন। চেন্নাইর নতুন জার্সিতে ঝঘঔ ১০০০০ এর লোগো আছে। যা চেন্নাইয়ের পানীয় প্রস্তুতকার কম্পানি ‘এসএনজে’র একটি শাখা। মইনের আবেদন রেখেই চেন্নাই তাঁর জার্সি থেকে সংশ্লিষ্ট লোগো সরিয়ে দিয়েছে।
ব্যাঙ্গালুরু রিলিজ করে দেওয়ার পরে মঈন আলীকে নিলামে ৭ কোটি রুপিতে কিনে নেয় চেন্নাই। ব্যাঙ্গালুরুর পর তিনি এই নিয়ে দ্বিতীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখালেন। টানা তিন মৌসুম ব্যাঙ্গালুরুতে খেলেছেন মঈন। কোহলিদের দলের হয়ে ১৯টি আইপিএল ম্যাচ খেলে ৩০৯ রান করার পাশাপাশি ১০টি উইকেটও নিয়েছেন। আগামী ১০ এপ্রিল আইপিএলে প্রথম ম্যাচে নামছে চেন্নাই। তাদের প্রতিপক্ষ ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।