দিগন্তের আলো ডেস্ক :
নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে মাঝিসহ ২২ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। মঙ্গলবার রাতে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৮ লাখ টাকা মূল্যের জাল জব্দ করা হয়।
আটকৃতরা সবাই জেলা সদরের চররমনী মোহন ও কমলনগর উপজেলার কালকিনি এলাকার বাসিন্দা। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা বেলাল হোসেন। এ নিয়ে নিষেধাজ্ঞা সময়ে ১১ দিনে ৬৬ জনকে আটক করা হয়েছে।
কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম ফেরদৌস করিম জানান, নদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযানে ২২ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ১ মাস করে জেল ও বাকী ১৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা এবং আলমাস নামের নৌ-পুলিশের মাঝিকে নিয়মিত মামলা দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিক রিদোয়ান আরমান শাকিল।