ইউপি মেম্বার প্রার্থী রুবেলের নির্বাচনী সভায় হাজারো মানুষের ডল

চন্দ্রগঞ্জ

সাহাদাত হোসেন দিপু ঃ-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় লক্ষীপুরের চন্দ্রগঞ্জ ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী আলোচনা সভা করেছেন হাজির পাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুক রুবেল ।

আজ শুক্রবার বিকেলে থানার ১১নং হাজিরপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে ওমর ফারুক রুবেলের এই প্রথম নির্বাচনী আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভার শুরুতেই ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে জনসমর্থন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় ওমর ফারুক রুবেল তার প্রথম নির্বাচনী আলোচনা সভায় বলেন, জনকল্যাণের লক্ষ্যে হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড হতে মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করেছি।

জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে মেম্বার পদপ্রার্থী রুবেল বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ওয়ার্ডকে ভাল কিছু উপহার দিতে পারেনি। করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আশা করি জয়যুক্ত করবেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ওয়ার্ডে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। ৬নং ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

মেম্বার পদপ্রার্থী রুবেল দিগন্তের আলোকে বলেন, আমি মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ রাজনীতি বলে মনে করছি তিনি তাঁর রাজনৈতিক কর্মতৎপরতা, প্রগতিশীল চিন্তাভাবনা, মুক্তিযুদ্ধের চেতনাধারণকারী, সৃষ্টিশীল কাজে উদ্যোগী, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, এবং সামাজিক ন্যায়পরায়ন ব্যক্তি হিসেবে আজকের এই সময়ে একজন যোগ্য মেম্বার পদপ্রার্থীর উদাহরণ । তিনি আরও বলেন এলাকাবাসির চাওয়া থেকেই তার নির্বাচন করার প্রত্যাশা বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *