দিগন্তের আলো ডেস্ক -:
বলিউডের মুকুটবিহীন বাদশা শাহরুখ খানের জীবনে এমন বিপদ সম্ভবত আগে কখনও আসেনি। বড় ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার রয়েছেন। দুই দফায় আদালতে তার মামলার শুনানি হলেও জামিন হয়নি। অন্তত ১৪ দিন কারাভোগ করতেই হচ্ছে।
পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যের এমন বিপদে কি আর উৎসব থাকে? আজ শাহরুখ খানের স্ত্রী তথা আরিয়ানের মা গৌরী খানের জন্মদিন। বিশেষ এই দিনে ছেলেকে পাচ্ছেন না গৌরি। এমন জন্মদিনকে কেক কেটে মোমবাতি নিভিয়ে উচ্ছ্বাসে বরণের মানেই হয় না।
জন্মদিন শুভ না হয়ে সবচাইতে বিষাদ ও রঙহীন মনে হচ্ছে গৌরি খানের। হয়তো এমন জন্মদিন মনেও করতে চান না শাহরুখপতœী।
তবে ঠিকই দিনটি মাকে মনে করিয়ে দিলেন শাহরুখ-গৌরির মেয়ে সুহানা।
আরিয়ানের গ্রেফতারের পর মানসিকভাবে বেশ বিপর্যস্ত গৌরীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুহানা।
নিজের ইনস্টাগ্রামে বাবা ও মায়ের (শাহরুখ-গৌরী) অনেক বছরের পুরনো সাদাকালো একটি ছবি পোস্ট করেছেন সুহানা। ছবিতে হাসিমুখে দেখা যাচ্ছে শাহরুখ-গৌরীকে। ছবির ক্যাপশনে সুহানা লিখেছেন— ‘শুভ জন্মদিন মা’।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় শাহরুখ তনয়া সুহানা। দেশ-বিদেশ ভ্রমণসহ নিজের আবেদনময়ী ছবি পোস্ট করেন। তবে ভাই আরিয়ান খানের গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ব্ক্স বন্ধ করে রেখেছেন সুহানা। কেউ চাইলেই মন্তব্য করতে পারছেন না সে পোস্টে। আরিয়ান বিষয়ে তার পোস্টে কেউ যেন নেতিবাচক মন্তব্য না করতে পারেন, তাই এমনটি করেছেন সুহানা।