আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রচারণা চালানোর অভিযোগে দুই যুবকের কারাদণ্ড।

অপরাদ আইন আদালত লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-
নিয়ম ভেঙে নৌকার প্রচারণা, দুই যুবকের কারাদণ্ড
লক্ষ্মীপুর-৩ আসনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর প্রচারণা চালানোর অভিযোগে একটি সিএনজিচালিত অটোরিকশা-মাইকসহ দুজনকে আটক করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন। তিনি বলেন, রাত ৮টার পরে নির্বাচনী প্রচারণা করা যাবে না। কিন্তু দণ্ডপ্রাপ্তরা প্রচারণা চালিয়ে সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এতে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, প্রচারকারী সেকান্তর আলী বাদশা ও অটোরিকশা চালক দেলোয়ার হোসেন। রাত ৮ টার পরে প্রচারণা চালিয়ে সদর উপজেলার লাহারকান্দি গ্রাম থেকে আসার পথে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। এসময় প্রচারণার কাজে ব্যবহৃত অটোরিকশা ও মাইকও জব্দ করা হয়।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জহিরুল আলম বলেন, নিয়ম ভেঙে নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালানোর কারণে প্রচারকারীসহ দুজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *