সাহাদাত হোসেন (দিপু) ঃ-
লক্ষীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে আনিকা আক্তার (১৭) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোঙ্গলবার (১১ আগস্ট) রাত তিনটায় চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড গোপালপুর পূর্ব মাগুরী গ্রামের জোড়পোলের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী আনিকা উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরী গ্রামের জোড় বাড়ির আনোয়ারের মেয়ে ।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, আনোয়ারের নতুন বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে (ধারনা করা হচ্ছে) অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেনের পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনি নিঃস্ব হয়ে গেছেন। আগুনে দগ্ধ হয়ে তার মেয়ে মারা যায়।
লক্ষীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সুত্র থেকে জানা যায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।