আইপিএল জুয়াড়িদের দখলে লক্ষীপুর, এখনই ব্যাবস্থা না নিলে পরিনতি হবে ভয়াবহ।

অপরাদ লক্ষ্মীপুর

সাহাদাত হোসেন দিপু ঃ-

‘এখনই ব্যবস্থা না নিলে পরিণতি খারাপ হবে’
প্রযুক্তির উৎকর্ষতা তরুণ প্রজন্মকে যেমন মেধা ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে প্রাণ সঞ্চার করছে তেমনি এর অপব্যবহার তাদের বিপথগামী করছে।
লক্ষীপুর জেলার বিভিন্ন এলাকায় চলছে জমজমাট আইপিএল জুয়া। এতে বিপথগামী হচ্ছে ছাত্র, যুবসমাজসহ নানা পেশার মানুষ। উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর সর্বত্র এ জুয়ার ভয়াবহ বিস্তার ঘটেছে।

শুধু তাই নয় প্রতিদিন লক্ষ লক্ষ টাকা নিমিষেই শেষ হয়ে যায়, এতে অনেকেই দেখা গেছে সর্বশান্ত হয়ে পথে বসতে, প্রতিটি বল, ওভার, এবংকি প্রত্যেকটি খেলায় জুয়াড়িরা ধরছেন লাখ লাখ টাকার বাজি।

সরেজমিনে গিয়ে দেখা যায় লক্ষীপুর বাসস্ট্যান্ড, রায়পুর, রামগতি, রামগঞ্জ, মান্দারী, কুশাখালী, ভবানীগন্জ, উত্তর জয়পুর, লাহারকান্দী হাজিরপাড়া, দালাল বাজার ও উপজেলার বিভিন্ন ছোট-বড় দোকান, খেলার মাঠ, স্কুল মাঠ বা গোপন কোনো ঘরে চলছে আইপিএল জুয়া।
সচেতন নাগরিকরা মনে করছেন এ জুয়া এখনই বন্ধ না করলে পরিণতি খারাপ হবে। বিশিষ্টজনেরা বলেন, এই জুয়া বন্ধে জনসচেতনতা বাড়াতে হবে। সবাই যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুললে এটা প্রতিহত করা সম্ভব। লক্ষীপুরের সচেতন নাগরিক সমাজের ব্যাক্তিরা আইপিএল জুয়ার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর আইন প্রণয়ন করে তা বাস্তবায়নের দাবি জানান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন বলেন, যাঁরা এতোদিন এই জুয়ার সাথে সম্পৃক্ত ছিলেন দয়া করে এই মূহুর্ত্য থেকে পরিত্যাগ করুন, অন্যথায় আইপিএল জুয়ার সাথে সম্পৃক্ত কাউকে প্রমাণ পেলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

লক্ষীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, এখনও সময় আছে আইপিএল জুয়া পরিত্যাগ করুন অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *