অপহরণের ৭২ ঘন্টা পরও সন্ধান মিলেনি প্রবাসীর স্ত্রী-মেয়ের, আটক ১

অপরাদ লক্ষ্মীপুর সদর

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে সৌদি প্রবাসী মাইন উদ্দিনের স্ত্রী ফেন্সি আক্তার (৩৫) ও আয়েশা আক্তারকে (৭) অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. কাউসারের বিরুদ্ধে। ঘটনার তিনদিন পার হলেও তাদের উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী গ্রাম থেকে অভিযুক্ত কাউসারের বাবা আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।

এরআগে ৮ ডিসেম্বর মাইন উদ্দিন কাউসার ও কাশেমসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। আটক কাশেম উত্তর হামছাদী গ্রামের নুর ইসলামের ছেলে।

অভিযোগ সূত্র জানায়, কাউসার নারী পাচারকারী। ভারতে নিয়ে চাকরি দেওয়ার কথা বলে দালালের মাধ্যমে তিনি নারীদের পাচার করে। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসী মাইন উদ্দিনের স্ত্রী ফেন্সিকে ভারতে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে আসছিল। ঘটনাটি ফেন্সি তার স্বামীকে জানায়। পরে তার স্বামী স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানিয়েছে। এর জেরেই ৭ ডিসেম্বর ছুটি শেষে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে কাউসারসহ অভিযুক্তরা প্রবাসীর মেয়ে আয়েশাকে জোরপূর্বক তুলে নিয়ে আটকে রাখে। পরে অভিযুক্তরা মোবাইলফোনের মাধ্যমে তাকে আটকে রাখার ঘটনাটি প্রবাসীর স্ত্রী ফেন্সিকে জানায়। এসময় কাউসার জানিয়েছে ৫০ হাজার টাকা দিলে আয়েশাকে ছেড়ে দেবে। পরে মেয়েকে আনতে গেলে অভিযুক্তরা ফেন্সিকেও জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে ফেন্সির মোবাইলফোন বন্ধ।

প্রবাসী মাইন উদ্দিন বলেন, আমার স্ত্রী-মেয়ে কোথায়, কেমন আছে বলতে পারছি না। আমি তাদের সুস্থ অবস্থায় ফিরে পেতে থানায় অভিযোগ করেছি। কাউসারের বিরুদ্ধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দেওয়ায় তিনি আমার স্ত্রী-মেয়েকে অপহরণ করেছে।

অভিযুক্ত মো. কাউসারের সঙ্গে যোগাযোগের জন্য কল করলে তার দুটি মোবাইলফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। তার বাবা কাশেম আটক থাকায় বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোসলেহ উদ্দিন জাগো নিউজকে বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। ভিকটিমদের উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *